প্রতিবেদন : ফের ফিরছে গরম। আবার দহনের জ্বালায় জ্বলবে বঙ্গবাসী। প্রথম দিকে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা না এখন ফের সেই ইঙ্গিতই দিচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি উঠবে চরমে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের অন্তত সাতটি জেলায় আবার তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণের চার এবং উত্তরের তিন জেলা। মূলত পশ্চিমের জেলাগুলোই রয়েছে এই তালিকায়। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে শনিবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এদিকে, উত্তরের মালদা এবং দুই দিনাজপুরেও শুক্রবার তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তাপমাত্রা একবিন্দুও কমবে না।কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ বেলা বাড়লে অস্বস্তিকর গরম আর্দ্রতাজনিত গরম এবং তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই ।ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্যে ও পড়শি দেশ বাংলাদেশে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রিমাল’। যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ২০ মের পর উত্তর দিকে এগোবে সেটি। ধীরে ধীরে শক্তি বাড়াবে। ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। ২৫ মে সন্ধের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। ঝড়ের তীব্রতা নিয়ে এখনও কিছু জানাতে পারেনি মৌসম ভবন।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…