প্রতিবেদন : প্রবল গরমে পুড়ছে গোটা উত্তর ভারত (North India- Heatwave)। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, দিল্লি-সহ একাধিক রাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে এর পাশাপাশি এদিন কিছুটা আশার খবর শুনিয়েছে মৌসম ভবন (IMD)। প্রবল গরম ও তাপপ্রবাহের (North India- Heatwave) কারণে উত্তরপ্রদেশে অসুস্থ হয়েছেন বহু মানুষ। গাজিয়াবাদের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ১১০০ মানুষ চিকিৎসার জন্য আসেন। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়। বেসরকারি হাসপাতালগুলিতেও হিটস্ট্রোকে আক্রান্তদের ভিড় উপচে পড়ছে। এর মধ্যেই বুধবার মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন করে আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। বরং বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষ দিকে রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড় এই ছয় রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। যে কারণে এই ছয় রাজ্যের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হিমালয়ের পার্বত্য অঞ্চলেও আগামী দুই থেকে তিনদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।
আইএমডির (IMD) পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই উত্তর ভারত ও হিমালয় পার্বত্য অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হিমালয়ের পশ্চিমাঞ্চলে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে।