সংবাদদাতা, কাটোয়া : রাজ্যের নানা প্রান্তের সঙ্গে তীব্র তাপপ্রবাহের কবলে পূর্ব বর্ধমান জেলাও। বিভিন্ন ধরনের সবজি শুকিয়ে যাচ্ছে জমিতেই। জল না পেয়ে তিল ও পাট লাগানো যাচ্ছে না। ভূগর্ভের জলস্তর নেমে গিয়েছে। জেলায় বৃষ্টির পরিমাণ যৎসামান্য। কৃষি দফতরের খবর, মার্চে যেখানে ৩৭ মিমি বৃষ্টি হওয়ার কথা, সেখানে মাসভর এক ফোঁটাও হয়নি।
আরও পড়ুন-ম্যাক্সওয়েলের বিয়ের পার্টি ‘পুষ্পা ডান্স’ বিরাটের
এপ্রিলে বৃষ্টি হওয়ার কথা ৫৮ মিমি, এখনও পর্যন্ত হয়েছে মাত্র ২ মিমি। এই অবস্থায় সামনেই ইদ। তাপপ্রবাহের ধাক্কা লেগেছে ইদের বাজারেও। জেলার সর্বত্র সিমাই, লাচ্চা, রকমারি পোশাক, সাজগোজের সামগ্রী, ফেজ-সহ আনুষঙ্গিক জিনিস নিয়ে ইদের বাজার বসলেও ক্রেতার দেখা নেই। মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা। কালনার বৈদ্যপুরের পোশাক বিক্রেতা আশিস হালদার বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষ এ সময় কেনাকাটায় ভিড় করেন। এবার তাঁরা ঘেঁষছেন না।’ পূর্বস্থলীর ফলবিক্রেতা রহিম মোল্লা জানান, ‘রমজান মাস জুড়ে কেনাকাটার হাল খারাপ গরমে।’ আসলে এই মুহূর্তে ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই চাইছেন, ঝড়-বৃষ্টি হোক।