প্রতিবেদন : আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হবে বাংলায়। বাংলাদেশের উপর এখনও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। যদিও রবিবার থেকে সে-বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে। সোমবার থেকে তা আরও অনেকটাই কমে যাবে। জলীয় বাষ্পের পরিমাণও কমবে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গে আর কোনও ভারী বৃষ্টির সতর্কতা নেই। বেশিরভাগ সময় মেঘমুক্ত থাকবে আকাশ। কোথাও সামান্য সময়ের জন্য বৃষ্টি হলেও ভারী বৃষ্টি কোথাও হবে না। আর্দ্রতা কমার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও কমবে। বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গেই কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে রাতে ও সকালের দিকে।
আরও পড়ুন- রাজধানীতে মৃত বাংলার শ্রমিক, পাশে দাঁড়ালেন ব্লক সভাপতি