বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমে নাজেহাল বাংলা

Must read

প্রতিবেদন : নিম্নচাপ এখন অতীত। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আপাতত পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশ। আর মেঘলা আকাশ ভ্যানিশ হতেই চড়া রোদে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়ছে দক্ষিণে। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার (weather) পারদ। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতাতেও আকাশ মূলত পরিষ্কার থাকবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে দিনভর।
তবে আগামী সপ্তাহে খেলা ঘুরতে পারে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। যার জেরে ২৩ সেপ্টেম্বর একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরির সম্ভাবনা। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম-বেশি সব জেলাতেই। একইসঙ্গে উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-এবার পথভোলা কলকাতা অমৃতসর এক্সপ্রেস ট্রেন

Latest article