গ্যাংটকের (Gangtok land slide) বোজোঘরির থার্ড মাইল এলাকায় মঙ্গলাবার রাতে ধস! ধসের জেরে দুর্ঘটনা গ্রস্থ একটি গাড়ি। গতকাল রাতে অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামে। পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর পড়ে। পাথরটি সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্যাক্সি ও একটি চার চাকার গাড়ির উপর পড়লে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় গাড়িগুলিতে কেউ না থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, এই অঞ্চলটি অতীতেও ভূমিধসপ্রবণ (Gangtok land slide) হিসেবে চিহ্নিত ছিল এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন- ওষুধের দামে ‘ন্যায়বিচার’ চান ট্রাম্প, আমেরিকায় কমলেও ভারতে মূল্যবৃদ্ধির শঙ্কা
ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য আরও ধসের আশঙ্কায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আনা হয়েছে। প্রশাসনের জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলির দ্রুত জরিপ করা হবে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।