মৌসুমি অক্ষরেখার জেরেই ভারী বৃষ্টি

Must read

প্রতিবেদন : ফের পালা বদল বৃষ্টির। মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হতেই আবার দক্ষিণে ঝেঁপে বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে একই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। উত্তরের জেলাতেও ভারী বৃষ্টি চলবে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

আরও পড়ুন- সুপ্রিম প্রশ্ন : ডিএ মৌলিক অধিকার?

Latest article