সকাল থেকেই চলছে বৃষ্টি (Rain)। বৃহস্পতিবার রাত থেকেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজলো বাংলার একাধিক জেলাগুলি। এর ফলে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে। স্বস্তি পেয়েছে শহরবাসী। আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।
শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। তবে আগামিকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: যৌন কেলেঙ্কারি মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার প্রজ্জ্বল রেভান্না
এদিকে মৌসুমী বায়ু এগিয়ে আসায় অনেক বেশি জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া ফলায় উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই বৃষ্টি শুরু হয়েছে।
আজ গোটাদিনই শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিন আকাশ থাকবে মেঘলা। শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে ৫৩.৬ মিমি বৃষ্টি হয়েছে।।