ঝলমলে সপ্তমী-অষ্টমী, নবমী থেকে ভারী বৃষ্টি

পুজোর মুখে খানিকটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করল হাওয়া অফিস

Must read

প্রতিবেদন : পুজোর মুখে খানিকটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করল হাওয়া অফিস। তবে নবমী-দশমীতে ব্যাপক বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে নবমীতে। এর জেরে দশমী এবং একাদশী ভাসবে বৃষ্টিতে। নিম্নচাপে সমুদ্রে উত্তাল থাকবে। ১ অক্টোবর বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-মধ্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে টোটোয় চেপে ঘুরে প্রতিমা দর্শন করলেন প্রবীণরা

হাওয়া অফিস জানিয়েছে সপ্তমী, অষ্টমী মোটামুটি রৌদ্রজ্জ্বল থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। কিন্তু নবমীর রাত থেকে একাদশী পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় বেশি বৃষ্টি হবে।

Latest article