২ জেলায় ভারী বৃষ্টি রবিবার, পরিবর্তনের আভাস সোম থেকে

কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘলা হয়ে হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মত

Must read

দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় নেই রবিবাসরীয় সতর্কতা। কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই খবর। হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার মত কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে খুব বেশি না হলেও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে আজ, রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। কোচবিহার, দার্জিলিং,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কালিম্পঙে যদিও সতর্কতা জারি করা হয়নি। সেখানে বৃষ্টির পরিমাণও অনেকটাই কম থাকবে।

আরও পড়ুন-কোলের সন্তানকে আছাড় মেরে খুন করে আত্মঘাতী বাবা

কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘলা হয়ে হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মত। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে সোমবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মূলত হালকা বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি হবে। যদিও সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

Latest article