প্রতিবেদন : ঘুর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর জেরে দক্ষিণে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হবে বঙ্গোপসাগর। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সোমবার থেকে উত্তরের জেলায় বাড়বে বৃষ্টি। ৫৫ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফের বাংলামুখী হয়েছে মৌসুমী অক্ষরেখা। ২৪ ঘণ্টায় নিম্নচাপ আরও শক্তি নিয়ে বাংলার উত্তর-পশ্চিম দিকে এগোবে।
আরও পড়ুন-গ্যাসে ভরে গেল লখনউয়ে বিমানবন্দর, অজ্ঞান কর্মীরা
এর পরেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবি, সোম, মঙ্গল সব জেলাতেই ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে।