ব্যুরো রিপোর্ট: একটানা বৃষ্টি রীতিমতো রেকর্ড গড়েছে। বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যার জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হতে পারে। জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উলুবেড়িয়ায় মাছ ধরতে গিয়ে এক যুবকের বজ্রাঘাতে মৃত্যুর খবরও এসেছে। এগরায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে এক যুবকের। বাঁকুড়া এবং পুরুলিয়াতে নিম্নচাপের ফলে অতিবৃষ্টির কারণে কংসাবতী জলাধারের জল অনেকটাই বেড়ে গিয়েছে। নিরাপত্তার কারণে রাত সাড়ে নটায় ১০ হাজার কিউসেক জল নদীতে ছাড়া হয়েছে।
আরও পড়ুন : মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে বাড়ল প্ল্যান্ট, বাড়ল শয্যা
তবে প্রশাসনের তৎপরতায় জলমগ্ন এলাকা থেকে দ্রুত জল নামছে। প্লাবিত বহু এলাকা প্রায় স্বাভাবিক অবস্থায়। জলভাসি এলাকায় খোলা হয়েছে ত্রাণশিবির। দুর্গতদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই পটাশপুর ১ ব্লকে ত্রাণ পাঠান এগরার বিধায়ক তরুণকুমার মাইতি। গঙ্গার ভাঙনে শ্রীরামপুরের বহুতল আবাসন ‘গঙ্গা দর্শন’ আবাসনে ধসে একাংশ গঙ্গায়। পশ্চিম মেদিনীপুর সবং বন্যায় ভাসছে। মন্ত্রী বিধায়ক শ্রীকান্ত মাহাতো জলমগ্ন এলাকায় ়যান। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন ক্যানিং। মাতলা ১, মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মমতাপল্লি, মিঠাখালি, নোনাঘেরি, আয়ুব নগর-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন। দ্রুত জল নিষ্কাশনের কাজ চলছে।