প্রতিবেদন : বুধবার সকালের দিকে রোদ-ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়তেই কালো মেঘ ঘনিয়ে আসে। শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি (Rain)। কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে ফের বাড়বে বৃষ্টি (Rain)। বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে। ভারী বৃষ্টি হবে শনি ও রবিবার। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।