হাওয়া অফিসের পূর্বাভাস মতো দুপুরেই আঁধার নামল কলকাতা-সহ আশপাশের অঞ্চলে। আকাশ কালো করে নামে তুমুল বৃষ্টি। সঙ্গে মুহূর্মূহ বজ্রপাত। আগামী ২-৩দিন কলকাতা-সহ আশপাশের অঞ্চে বৃষ্টি (heavy rain) হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৩ থেকে ৪দিন পরে বর্ষা বিদায় নিয়ে আবহাওয়া শুষ্ক হবে। উত্তরে কমবে বৃষ্টি।
আরও পড়ুন- তালিবান মন্ত্রীর ভারত সফরের সময়ই কাবুলে একাধিক বিস্ফোরণ, নেপথ্যে পাকিস্তান!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকঘণ্টায় পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (heavy rain), সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা।

