বৃষ্টিতে বিপর্যস্ত ক্রান্তি, দুর্গতদের পাশে তৃণমূল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ক্রান্তি। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল (TMC)। ক্রান্তি ব্লকের চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুসুবা এলাকায় হঠাৎ জলবন্দি পরিস্থিতিতে সমস্যায় পড়েন অন্তত ১০০টি পরিবার। মঙ্গলবার রাতেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে উদ্ধার করে তাঁদের নিয়ে আসা হয় সরকারি ত্রাণ শিবিরে। সেখানে দুর্গতদের জন্য দ্রুত খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়। এছাড়া তৃণমূল কংগ্রেসও (TMC) পাশে দাঁড়ায় দুর্গত মানুষদের। ব্লক তৃণমূল সভাপতি মহাদেব রায় নিজে শিবিরে উপস্থিত থেকে বন্যা-দুর্গতদের হাতে তুলে দেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। মহাদেব রায় বলেন, মানুষ বিপদে পড়লেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাশে দাঁড়ায়। প্রশাসন ও শাসক দলের কর্মীরা সর্বদা মানুষের পাশে আছেন। কেউ যাতে অসুবিধায় না পড়েন, সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- নিম্ন আদালত ও হাইকোর্টের ১৪টি প্রকল্প শেষ করতে ৫০ কোটি টাকা দিল রাজ্য

Latest article