ফের নিম্নচাপ রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা

আর এক সপ্তাহও বাকি নেই পুজোর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর।

Must read

প্রতিবেদন : আর এক সপ্তাহও বাকি নেই পুজোর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, উৎসবে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। পুজোর মুখে গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ দেখা দিয়েছে। যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের জন্য বৃহস্পতিবার দুপুর গড়়াতেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। দুই ২৪ পরগনা থেকেও বৃষ্টির খবর এসেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্র ও শনিবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনায়। এ-ছাড়াও মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, নদিয়াতেও ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন-অভিষেকের প্রশংসায় সাংসদ দেব, ঘাটালের কাজ এগোচ্ছে, ফেব্রুয়ারিতেই বড় ঘোষণা

সবমিলিয়ে পুজোর আগে গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুজোর দিনগুলিতেও। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে নেমেছে ধস। ধসে অনেক সড়কই অবরুদ্ধ। একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় স্কুলগুলিও। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির হলুদ-কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।

Latest article