দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

Must read

প্রতিবেদন : স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। শুক্রবার আইএমডি জানিয়েছে, রবিবার থেকেই দেশের বিস্তীর্ণ অংশে হতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Rainfall- India) সম্ভাবনা রয়েছে। যা মে মাসের গরম থেকে মানুষকে স্বস্তি দেবে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই চলতি সপ্তাহের শেষ ও আগামী সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পশ্চিম হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলেও। ৭ মে পাঞ্জাব ও হরিয়ানায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মাত্রাতিরিক্ত শিলাবৃষ্টি (Rainfall- India) হলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে বর্তমানে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে। আবহাওয়া দফতর এই ঘূর্ণিঝড় নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। তবে ৭ থেকে ৯ মে-র মধ্যে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।

আরও পড়ুন- সামশেরগঞ্জে ভাঙনে ১০০ কোটি

Latest article