প্রতিবেদন : নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। এর জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি শুরু হয়েছে। পুরো সপ্তাহ জুড়েই এই বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দফতরের। কিছু কিছু জেলায় অতি-ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই উত্তাল থাকবে সমুদ্র। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে। এর ফলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে থাকবে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন-রয়টার্স ইস্যুতে ভারত সরকারের বক্তব্য মিথ্যা, বলল মাস্কের এক্স! সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ
ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা।