নিম্নচাপ : ভারী বৃষ্টির শঙ্কা দক্ষিণের জেলায়

Must read

প্রতিবেদন : পুজোর মুখেই ডিভিসির লাগামছাড়া জলে বন্যা পরস্থিতি রাজ্য জুড়ে। ভাসছে তিন, চারটি জেলা। গত কয়েকদিনে কম বৃষ্টি ও ডিভিসি জল ছাড়া কমানোয় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছিল। এরইমধ্যে আবহাওয়ার খামখেয়ালিপনায় ফের সিঁদুরে মেঘ দেখছেন বন্যাপীড়িত মানুষ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই দূর্যোগ চলতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।

আরও পড়ুন- বানভাসি বাংলায় ত্রাণ চুরি বিজেপির পঞ্চায়েত সদস্যের

Latest article