জাতীয়

ফুঁসছে তিস্তা, দুর্যোগে বিপর্যস্ত সিকিমে আরও বিপদের শঙ্কা

প্রতিবেদন : ফুঁসছে তিস্তা। উত্তর সিকিমে (sikkim) আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই টানা বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমে (sikkim) তিস্তা নদীর জল ২.৫ মিটার বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর সিকিমে যাওয়ার সমস্ত অনুমতি বাতিল করা হয়েছে। চুংথাং-এর দিকে যাওয়ার রাস্তাটি একাধিক স্থানে অবরুদ্ধ হয়ে রয়েছে। ধস নেমে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত জনজীবন। এদিকে সিকিমে প্রবল বৃষ্টিপাতের কারণে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের দিকেও তিস্তার জলস্তর বাড়ছে।
রাজ্যের অবস্থা ঠিক রাখতে দিন সম্পদ ভবনে যে সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে, তাতে নজরদারি চালান মন্ত্রী মানস ভুঁইয়া। কন্ট্রোল রুম থেকে সার্বিক অতিবর্ষণ, ঘূর্ণিঝড়, নদীর জলস্ফীতি, নদীবাঁধের ভাঙন নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এছাড়াও উত্তরবঙ্গের তিস্তা নদীর জলস্ফীতি ও তিস্তা ব্যারেজ থেকে কতটা পরিমাণ জল ছাড়া হয়েছে এবং তার পরিমাণ কতটা কমানো হয়েছে সে-বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সেচ সচিব সঞ্জয় কুণ্ডু, চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত, জয়েন্ট সেক্রেটারি বিপ্লব মুখোপাধ্যায়-সহ অন্যরা। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো মন্ত্রী মানস ভুঁইয়া এদিন আধিকারিকদের নির্দেশ দেন, প্রতিদিনের অবস্থা রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দফতরে জানাতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন-কালীগঞ্জ উপনির্বাচনে প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস

কালিম্পং, দার্জিলিং হয়ে উত্তরের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যান্য পাহাড়ি নদীর জলস্তরও বাড়ছে পাল্লা দিয়ে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রায়ই এই যাতায়াত ব্যবস্থা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হয়। বিপর্যয়ের কারণে নিখোঁজ হওয়া পর্যটকদের তল্লাশি সম্ভব হয়নি।
একটানা বৃষ্টি আর ধসে লাচেন, লাচুং যাওয়ার রাস্তা অবরুদ্ধ। সমস্যায় পড়েছেন পর্যটকরা। এদিন সকাল থেকে সাংকালাং, সিংতাম, মঙ্গনের সংযোগস্থলে তিস্তার প্রবল জলোচ্ছ্বাস দেখা গেছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় আজ পর্যটকরা বুকিং থাকা সত্ত্বেও উত্তর সিকিমে প্রবেশ করতে পারবেন না। পরিস্থিতির উপর নজর রাখছে কালিম্পং জেলা প্রশাসন। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সকাল থেকে ঝড়-বৃষ্টির দুর্যোগ শুরু হয়েছে। ঝড়ের দাপটে হলদিবাড়ি-বিন্নাগুড়ি রাজ্য সড়কে বিপত্তি। গাড়ির উপর গাছ পড়ে জখম ২। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

9 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

18 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

54 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago