ব্যাপক বৃষ্টি তেলেঙ্গানার একাধিক জেলায়, বজ্রপাতে মৃত ২ কৃষক

Must read

হায়দ্রাবাদ-সহ (hyderabad) একাধিক এলাকায় ব্যাপক বৃষ্টি। জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবারও তেলেঙ্গানার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগরকুর্নুলে বজ্রপাতের দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-৪০ ঘণ্টা পার, তুরস্কের বিমানবন্দরে আটকে প্রায় ৩০০! উৎকণ্ঠায় যাত্রীরা

গতকাল হায়দ্রাবাদে (hyderabad) প্রাক-বর্ষার বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট ডুবে যায়, ফলে সন্ধের ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ -সহ যে এলাকাগুলিতে বৃষ্টির ফলে খারাপ পরিস্থিতি, বানজারা হিলস, পুঞ্জাগুত্তা, জুবিলি হিলস, মাসাব ট্যাঙ্ক, বেগমপেট, প্যারাডাইস, ত্রিমুলঘেরি, কারখানা, আলওয়াল, সৈনিকপুরি, ECIL ক্রস রোড, কাপরা, তরনাকা এবং হাবসিগুদা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

 

Latest article