প্রতিবেদন : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আবার উত্তর বাংলাদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ। এই দুইয়ের দাপটে লাগাতার বৃষ্টি (Rainfall) বাংলা জুড়ে। উত্তাল হতে পারে সমুদ্র। এর জেরে আগামী কয়েকদিন বর্ষণের সম্ভাবনা দক্ষিণের জেলায়। এদিন বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। শনিবার ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান। কলকাতা-সহ বাকি সব জেলাতেও ভারী বৃষ্টির (Rainfall) সর্তকতা। রবিবার অতি-ভারী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। শনি ও রবিবার বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন বৃষ্টিতেই দুটি পৃথক দুর্ঘটনায় বাঁকুড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। জলের তোড়ে ভেসে আরও একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- গর্জে উঠল কোচবিহার, তদন্তে গতি চেয়ে মহামিছিল তৃণমূলের