সংবাদদাতা, আলিপুরদুয়ার : আগামী কাল ফের ভুটানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভুটান প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে। এই সতর্কবার্তা মাথায় রেখে, জেলার সমস্ত নদীর ওপর সতর্ক দৃষ্টি রাখছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বিশেষ করে গত কয়েকদিন ধরে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সিশামারা ও তোর্সা নদীকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। কয়েকদিন আগেই সিশামারা নদীর বাঁধ বেশ খানিকটা ভেঙে আতঙ্ক তৈরি করেছে শালকুমার গ্রামপঞ্চায়েত এলাকায়। গ্রামে তেমনভাবে জল না ঢুকলেও, নদী-তীরবর্তী এলাকা জলে ডুবে গিয়েছিল। সে সময় এলাকার মানুষজন আতঙ্কে ছিলেন।
আরও পড়ুন-তালাকপ্রাপ্ত মুসলিম মহিলা ভরণপোষণ দাবি করতে পারেন, বলল সুপ্রিম কোর্ট
বুধবার সিশামারার জলস্তর কমে গেলেও, আগামী কালের কথা চিন্তা করে সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে রেখেছে জেলা প্রশাসন। শালকুমার গ্রাম পঞ্চায়েত অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা থাকছেন। স্থানীয় বিদ্যালয়ে খোলা হয়েছে ত্রাণশিবির। বিদ্যুৎ-বিপর্যয় হলে যাতে ত্রাণশিবিরে অন্ধকার নেমে না আসে, সেজন্য তৈরি রাখা হয়েছে জেনারেটর। জেলাশাসকের নির্দেশে সমস্ত কিছুর তদারকি করছেন বিডিও জয়ন্ত রায়। জেলাশাসক আর বিমলা জানান, ভুটানের আবহাওয়ার পূর্বাভাস পেয়ে আমরা সতর্ক আছি। বন্যাপরিস্থিতি তৈরি হলে মোকাবিলার জন্য আমরা তৈরি।