নয়াদিল্লি : মাসাধিককাল ধরে প্রবল দাবদাহে তপ্ত দিল্লির বুকে অবশেষে শীতল বারিধারা। সোমবার ভোররাত থেকে শুরু হয় প্রবল ঝড়- বৃষ্টি। এর ফলে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে খানিক স্বস্তি মিলেছে। আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস, সারা দিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রাও কমেছে অনেকটাই। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন দিল্লি ও সংলগ্ন চণ্ডীগড়ে ও গুরুগ্রামে ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। বৃষ্টির কারণে দিল্লির তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আরও পড়ুন-তথ্য বলছে পুলিশই ভক্ষক!
সোমবার সকাল ৫টা ৪০ মিনিটে তাপমাত্রা ছিল প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা বৃষ্টির পর সকাল ৭ টায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ভারী বৃষ্টির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট অনুসারে, খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে ৪০টি উড়ানের যাত্রা বিলম্বিত হয়েছে এবং ১৮টি দেরিতে এসেছে। পাশাপাশি রাজধানীর কিছু অংশে গাছ উপড়ে পড়েছে, বেশ কিছু জায়গায় জল জমেছে এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে আইটিও, ডিএনডি ফ্লাইওভার এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সের কাছাকাছি বিভিন্ন জায়গায় প্রবল যানজট হয়েছে। দিল্লির নিউ মতিবাগ এলাকায় একটি চলন্ত গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। ঘটনার সময় গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়। দুর্যোগের পরিস্থিতিতে এদিন গুরুগ্রামের সমস্ত বেসরকারি ও কর্পোরেট অফিসগুলিতে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়।