দিল্লিতে (Delhi rain) বিগত ৮৮ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। কার্যত ভেসে গিয়েছে শহর। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধুমাত্র তুলনায় পিছনের সারিতে থাকা দিল্লির বিভিন্ন এলাকা নয় বরং জলবন্দি হয়ে পড়েছে অভিজাত ‘ল্যুটিয়েন্স’ দিল্লিও। প্রবল বৃষ্টির ফলে ভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। পাম্প খারাপ হয়ে যাওয়ায় জল সরবরাহও বন্ধ। চরম দুর্ভোগে দিল্লিবাসী। ‘ল্যুটিয়েন্স’ দিল্লিতে বৃষ্টিপাতের জেরে ভেসে গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বাংলো, মন্ত্রী আতিশীর সরকারি বাসভবন।
আরও পড়ুন- বিচার ব্যবস্থার বিশুদ্ধ-সৎ থাকা উচিত: মুখ্যমন্ত্রী, বিচারকরা মানুষের সেবক বললেন প্রধান বিচারপতি
ভারী বৃষ্টির জেরে দিল্লির আনন্দ বিহারে নির্মীয়মাণ একটি দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয় তিন শ্রমিকের। শনিবার তাঁদের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে নিউ দিল্লির উসমান এলাকায় বৃষ্টির জলে ভর্তি এলাকায় খেলতে গিয়ে ডুবে যায় ১০ বছরের দুই বালক। সেই দিনই শালিমার বাগ এলাকায় জলে ভর্তি আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় ডুবে যান এক ব্যক্তি। এদিকে, দিল্লির কিষাণগঞ্জ আন্ডারপাসে জল জমে যাওয়ার আটকে পড়ে একটি বাস। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। যাত্রীদের উদ্ধার করে পুলিশ ও উদ্ধারকারী দল। প্রবল বর্ষণের জেরে বিস্তৃণ এলাকায় বিদুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং রবিবারও দিল্লি-সহ (Delhi rain) গোটা উত্তর ভারতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। একদিনের বৃষ্টিতেই যদি এই হাল হয়, তাহলে একটানা বৃষ্টিতে কী পরিস্থিতি হবে? আপাতত এ প্রশ্নই তুলছেন দিল্লিবাসী।