শোষক পোকার হানা থেকে আমন চাষ বাঁচাল ভারী বৃষ্টি

কৃষি দফতর জানায়, সুতি ১ ব্লকে ৬৪.৬, ২ ব্লকে ১০০.৪, সাগরদিঘিতে ৪.৫, ফারাক্কায় ৩৬.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে ঘণ্টায়।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : পুজোর সময় জঙ্গিপুরে ব্যাপক বৃষ্টি হয়েছে। ফলে আমন ধানের বাদামি শোষক পোকার আক্রমণ-উপদ্রব অনেকটা কমে যাবে বলে মনে করছে কৃষি দফতর। ফলে চাষিদের দুশ্চিন্তাও কমবে। আপাতত ধানের জমিতে কীটনাশক স্প্রে করা বারণ বলে জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, এবছর জঙ্গিপুর মহকুমায় প্রায় ৭৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। যা অন্যান্য বছরের থেকে ১০ হাজার হেক্টর কম। বেশ কিছুদিন এলাকায় আমন ধানে বাদামি শোষক পোকারা আক্রমণ চালাচ্ছে বলে চাষিরা জানান। ফলে তাঁরা চিন্তাগ্রস্ত।

আরও পড়ুন-১৩৪ কোটির লেনদেন

পোকারা রস শুষে নেওয়ায় ধানের রং তামাটে হওয়ার পাশাপাশি গাছের গোড়া শুকিয়ে যাচ্ছিল। কৃষি দফতর জমিতে অ্যাসিসেট জাতীয় স্প্রে করা এবং গাছের চারা তুলে দূরত্ব বাড়ানোর নির্দেশ দেয়। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় এই পোকার আক্রমণ হয় বলে জানা গিয়েছে। কিন্তু বুধবার হঠাৎই গোটা মহকুমায় ব্যাপক বৃষ্টি শুরু হয়। কৃষি দফতর জানায়, সুতি ১ ব্লকে ৬৪.৬, ২ ব্লকে ১০০.৪, সাগরদিঘিতে ৪.৫, ফারাক্কায় ৩৬.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে ঘণ্টায়।

আরও পড়ুন-বিজেপিতে ফের বিদ্রোহ শুরু

এর ফলে বাদামি শোষক পোকার আক্রমণ থেকে রেহাই পেলেন চাষিরা। জঙ্গিপুর মহকুমা সহকারী কৃষি অধিকর্তা বলেন, একদিনের বৃষ্টি ওষুধের মতো কাজ করেছে। আমন চাষে এই বৃষ্টি দারুণ কাজে লেগেছে। বিশেষত যে সব জমিতে বাদামি শোষক পোকার আক্রমণ শুরু হয়েছিল, এই ভারী বৃষ্টিপাত তা থেকে রেহাই দিল। পোকার উপদ্রব অনেক কমে যাবে। এই মুহূর্তে পোকার আক্রমণ কমাতে আর স্প্রে করার খুব একটা প্রয়োজন হবে না।

Latest article