প্রবল জলের তোড়ে উত্তরাখণ্ডে নিশ্চিহ্ন কংক্রিটের সেতু

প্রকৃতির তাণ্ডব থামার কোনও লক্ষণই নেই উত্তরাখণ্ডে। ভয়াবহ ধস এবং প্রবল জলের তোড়ে ভেঙে গুঁড়িয়ে গেল আস্ত একটা কংক্রিটের সেতু।

Must read

প্রতিবেদন: প্রকৃতির তাণ্ডব থামার কোনও লক্ষণই নেই উত্তরাখণ্ডে। ভয়াবহ ধস এবং প্রবল জলের তোড়ে ভেঙে গুঁড়িয়ে গেল আস্ত একটা কংক্রিটের সেতু। গঙ্গওয়ানির কাছে এই সেতুটি এই সেতুটি ছিল উপত্যকার গর্ব। ধারালি এবং হর্ষিলের মতো দুর্গম শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই সেতু। কিন্তু নিমেষের মধ্যেই শুধুই ধ্বংসাবশেষ। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত না থাকলেও ধ্বংসস্তুপের নীচে কেউ আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় মানুষ এবং প্রশাসন। অনেকেরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এলাকার বাসিন্দাদের দাবি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আচমকা ধসের সঙ্গে ভয়াবহ জলস্রোত এত দ্রুতগতিতে নেমে আসে যে কিছু বুঝে ওঠারই সময় পাওয়া যায়নি। বহু মানুষ আটকে পড়েছেন সেতুর দু’ধারে। আকাশপথে পৌঁছতে চেষ্টা করছে উদ্ধারকারী দল। পাঠানো হচ্ছে ত্রাণসামগ্রীও। মঙ্গলবার উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের তাণ্ডবে এখনও ৫ জনের মৃত্যুর খবর এলেও খোঁজ মিলছে না অন্তত ১০০ জনের। এদিকে ভূতত্ত্ববিদদের একটা অংশ মনে করছেন, মেঘভাঙা বৃষ্টিই একমাত্র কারণ নয়, পাহাড় কেটে চারধাম হাইওয়ে তৈরি করতে গিয়ে নষ্ট হচ্ছে ভূস্তরের ভারসাম্য। লক্ষণীয়,১২,০০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ৮৯০ কিমি দীর্ঘ এই হাইওয়ে। এছাড়া, উত্তরাখণ্ডের অত্যন্ত ১৩টি গ্লেসিয়াল লেক অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিভিন্ন পাহাড় থেকে নেমে আসা
হিমবাহের জল জমে তৈরি হয় এই গ্লেসিয়াল লেক।

আরও পড়ুন-বিচারপতি ভার্মার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

দিল্লিতেও বিপদ! এদিকে রাজধানী দিল্লিতে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনার জল। দিল্লির পুরনো রেলওয়ে ব্রিজে জলস্তর পৌঁছেছে ২০৪.৮৮ মিটারে। লাগাতার বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছে প্রশাসন। বন্যাপরিস্থিতি দেখা দিয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং বারাণসীতেও।

Latest article