প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং-কালিম্পংয়ে। আগামী দু’তিন দিনের মধ্যেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যাবে ১০ ডিগ্রির নীচে। এ সপ্তাহে আগামী ৫ দিন ধরে চলবে কড়া ঠান্ডার (Winter) এই ঝোড়ো ব্যাটিং। কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আজ পুরুলিয়ায় ১১.১, বাঁকুড়ায় ১১.৬ ডিগ্রি, ঝাড়গ্রামে ১১, পশ্চিম বর্ধমানের আসানসোলে ১২.৭ ডিগ্রি।
আরও পড়ুন-চৌহান ‘যুগ’ শেষ, মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব