গরমের শুরুতে সান্দাকফু ও সিকিমে প্রবল তুষারপাত

সবে শীত পার করে গরম পড়া শুরু হয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। তার মাঝেই এই মরশুমের প্রথমেই তুষারপাত হল দার্জিলিং ও সিকিম জুড়ে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : সবে শীত পার করে গরম পড়া শুরু হয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। তার মাঝেই এই মরশুমের প্রথমেই তুষারপাত হল দার্জিলিং ও সিকিম জুড়ে। রবিবার গভীর রাতে দার্জিলিংয়ের সান্দাকফুতে ব্যাপক তুষারপাত হয়। বরফের পুরু চাদরে ঢেকেছে গোটা এলাকা। এই সময় তুষারপাত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। তবে যে সমস্ত পর্যটকরা এই সময় দার্জিলিংয়ে ছিলেন তাঁরা বরফ পড়ার খবর পেয়ে সান্দাকফু ছুটছেন।

আরও পড়ুন-বিজেপিকে ভোট দিতে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাল মহিলাদের

অন্যদিকে সিকিমের লাচেন, লাচুং ও ছাঙ্গু লেক পর্যন্ত বরফে ঢাকা পড়েছে। এখানেও বরফ পড়ায় খুশি পর্যটকরা। তবে সিকিম প্রশাসন ছাঙ্গু লেক পর্যন্তই পর্যটকদের যেতে দিচ্ছে। সোমবার সকাল থেকে সান্দাকফু এলাকায় কয়েক হাজার পর্যটক বরফের মজা নিতে ছুটে গিয়েছিলেন। এতটাই তুষারপাত হয়েছে যে বরফের পুরু চাদরে ঢেকেছে বাড়ি ও গাড়ি সব কিছুই। তবে সিকিমের কেন্দ্রীয় হাওয়া অফিস সূত্রে জানা গেছে, সমতল এলাকায় শীত শেষের দিকে। গরম পড়া সবে শুরু হয়েছে। তার মধ্যেই হঠাৎ তুষারপাত মনে এটা সবার জন্য বাড়তি পাওনা। কারণ এই মরশুমে সাধারণত তুষারপাত হয় না।

Latest article