তুমুল ঝড়ে রাজ্য সড়কে গাছ পড়ে ব্যহত যান চলাচল, সীমান্তে ডিউটি চলাকালীন বাজ পড়ে মৃত বিএসএফ জওয়ান

উত্তর জুড়ে শুরু হয়েছে তুমুল বজ্রপাত। বৃহস্পতিবার ভোররাত থেকে ঝড় বৃষ্টির জেরে একাধিক জায়গায় গাছ ভেঙে যান চলাচল ব্যহত হয়েছে।

Must read

উত্তর জুড়ে শুরু হয়েছে তুমুল বজ্রপাত। বৃহস্পতিবার ভোররাত থেকে ঝড় বৃষ্টির জেরে একাধিক জায়গায় গাছ ভেঙে যান চলাচল ব্যহত হয়েছে। এবার রাজ্যসড়কে (National Highway) ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল বিশাল গাছ। বুধবার রাত থেকে বৃষ্টির জের বাগডোগরা-পানিঘাটাগামী রাজ্য সড়কের উপর একটি গাছ ভেঙে পড়ে যার ফলে যাতায়াত স্তব্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই সমস্যার মধ্যে পড়তে হয় অনেককে। স্থানীয়রা দ্রুত ভেঙে পড়া গাছটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন। পরবর্তীতে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

আরও পড়ুন-অমানবিক! পিরিয়ড হওয়ার ফলে ক্লাসের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষা ছাত্রীর

অন্যদিকে, ভারত বাংলাদেশ সীমান্তে টহলদারি দেওয়ার সময় গভীর রাতে বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের ১৮ নম্বর ব্যাটলিয়নের জওয়ান ছিলেন তিনি। ফাঁসিদেওয়া বিওপি বিএসএফ জওয়ান দীপক কুমার (৪২), ডিউটি করছিলেন সীমান্তের সূর্যাপুর গ্রামের ২৩ নম্বর গেটে। বৃহস্পতিবার গভীর রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল। সে সময় বিকট শব্দে বাজ পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বাকি বিএসএফ জওয়ানরা। তাকে সেখান থেকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Latest article