একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ এবং পূর্ব ভারতের (Eastern India) একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন

Must read

ফের বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণ এবং পূর্ব ভারতের (Eastern India) একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। ২৬ অক্টোবর পর্যন্ত এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দেশের দক্ষিণে রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় হালকা থেকে মাঝারি বা কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়াও বইবে।লক্ষদ্বীপেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আরবসাগরে একটি গভীর নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটা নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে এগোবে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং দেশের অভ্যন্তরীণ অঞ্চলের কিছু অংশে এর প্রভাব পড়বে। তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশের বহু জেলায় বানের সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া এই জায়গাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের।

আরও পড়ুন-খড়দহের রং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এবং সংলগ্ন অঞ্চলগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। চেন্নাই, কাড্ডালোর, নাগাপত্তিনম এবং তিরুভাল্লুরে সতর্কতা জারি করা হয়েছে। কেরল এবং মাহেতে ২২-২৪ অক্টাবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইদুকি, ওয়েনাড়, কোঝিকোড়, মলপ্পুরমে সতর্কতা জারি করা হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় ২২-২৫ অক্টোবরের মধ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৩-২৫ অক্টোবর পর্যন্ত তেলঙ্গানায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-শীতের আমেজে মহানন্দা ব্যারেজে পরিযায়ীর দল

২৩ অক্টোবর পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তীসগঢ়েও বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরী হতে চলেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেটা নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে ২৪ অক্টোবর পর্যন্ত ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Latest article