প্রতিবেদন : গত মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়ে ভাল পারফরম্যান্স করা সেন্ট্রাল ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে চূড়ান্ত ইস্টবেঙ্গলে। মোহনবাগান এবার হেক্টরকে ছেড়ে দিয়েছে। তাঁর বিকল্পও নিয়েছে সবুজ-মেরুন। হেক্টরকে নিয়ে দলের রক্ষণ মজবুত করল ইস্টবেঙ্গল। হিজাজি মাহেরের পাশে দ্বিতীয় বিদেশি ডিফেন্ডার এই স্প্যানিশ ফুটবলার। হেক্টর সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলেন।
ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের তরফে এখনও হেক্টরের সইয়ের ব্যাপারে সরকারি ঘোষণা না করা হলেও জানা গিয়েছে, মোহনবাগানের বাতিল স্প্যানিশ ডিফেন্ডার ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য ভিসার আবেদন করেছেন। এদিকে, ডুরান্ড কাপে প্রথম ম্যাচ দাপটে জেতার পর ফুটবলারদের দু’দিন অনুশীলনে ছুটি দিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ইচ্ছায় জঙ্গলমহলে জনজাতিদের মাতৃভাষায় উচ্চশিক্ষা
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠাদিবস। দিনভর নানা অনুষ্ঠান রয়েছে। মূল অনুষ্ঠান হবে সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলের কোচ, ফুটবলাররাও উপস্থিত থাকবেন। ক্লাবের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হবেন ইস্টবেঙ্গল ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মান তুলে দেওয়া হবে ভারত তথা বাংলার তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে। ‘দ্য মেকার অফ আ চ্যাম্পিয়ন’ সম্মান তুলে দেওয়া হবে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জাকে। জীবনকৃতি সম্মানে ভূষিত হবেন দুই প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও রঞ্জিত মুখোপাধ্যায়। পিকে বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান দেওয়া হবে কোচ কুয়াদ্রাতকে।