প্রতিবেদন : আইএসএলে ন’নম্বরে শেষ করেছে দল। দেশের সেরা লিগে এসে এখনও সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। আর রবিবার সুপার কাপের বোধনেই লজ্জার হারে এশীয় মঞ্চে খেলার আশাও এবারের মতো শেষ হয়ে গিয়েছে। চূড়ান্ত ব্যর্থ একটা মরশুম শেষে ক্ষোভের আগুন জ্বলছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। কর্তারাও হতাশ। কেরলের বিরুদ্ধে দেশি-বিদেশি ফুটবলারদের জঘন্য পারফরম্যান্সের পর দলে বড় বদলের সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ অস্কার ব্রুজো। কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট সূত্রে চুঁইয়ে আসা খবর, কিছুদিন আগে অস্কারের সঙ্গে আরও একবছরের চুক্তি বাড়লেও স্প্যানিশ কোচের থাকা নিয়েও সংশয় রয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অস্কারের বিদায় ঘটলেও অবাক হওয়ার কিছু নেই।
আরও পড়ুন-স্ত্রীকে কুপিয়ে খুনে মৃত্যুদণ্ড
রবিবার কেরলের বিরুদ্ধে শোচনীয় হারের পর ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের ৩৭ বছরের হেক্টর ইয়ুস্তে জানিয়েছেন, ইস্টবেঙ্গলের হয়ে এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। শুধু ইস্টবেঙ্গলই নয়, ফুটবল থেকেই তিনি অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে এই মরশুম পর্যন্তই চুক্তি ছিল লাল-হলুদের। রাফায়েল মেসি বাউলি এবং রিচার্ড সেলিসের সঙ্গেও চলতি মরশুম পর্যন্ত চুক্তি। দু’জনকেই হয়তো রাখা হবে না। কেরল ম্যাচে দু’জনের খেলায় হতাশ কোচ এবং ম্যানেজমেন্ট। বাকি দুই বিদেশি সাউল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে। মাধি তালালও রয়েছেন। চোটমুক্ত হয়ে আগামী মরশুমে তালাল ইস্টবেঙ্গলেই থাকছেন, এখনও পর্যন্ত এটাই ঠিক আছে। সাউল, দিমির চুক্তি বাতিল করতে হলে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। চোটে ছিটকে যাওয়া হিজাজি মাহেরের সঙ্গেও আরও এক বছরের চুক্তি রয়েছে। তাঁকেও হয়তো রাখা হবে না।
ভারতীয়দের মধ্যেও কয়েকজনের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইমামি কর্তা আদিত্য আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘পরিবর্তন করতেই হবে দলে। কিন্তু দলগঠন নিয়ে আমাদের স্ট্র্যাটেজি প্রকাশ্যে আনতে চাই না।’’ কেরল ম্যাচে জঘন্য হারের পর কোচ অস্কার বিরক্তির সঙ্গে বলেন, ‘‘আমরা খারাপ থেকে আরও খারাপ হচ্ছি। আমার দিক থেকে কোনও সমাধানের রাস্তা দেখতে পাচ্ছি না। হয় বড়সড় পরিবর্তন করতে হবে। নয়তো এভাবেই চলতে হবে। সব প্রতিযোগিতায় যদি সেরা জায়গায় শেষ করতে হয় তাহলে দলে আমূল পরিবর্তন প্রয়োজন। এছাড়া কোনও উপায় নেই।’’