খেলা

হেক্টরের অবসর, বড় বদলের পথে ইস্টবেঙ্গল

প্রতিবেদন : আইএসএলে ন’নম্বরে শেষ করেছে দল। দেশের সেরা লিগে এসে এখনও সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। আর রবিবার সুপার কাপের বোধনেই লজ্জার হারে এশীয় মঞ্চে খেলার আশাও এবারের মতো শেষ হয়ে গিয়েছে। চূড়ান্ত ব্যর্থ একটা মরশুম শেষে ক্ষোভের আগুন জ্বলছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। কর্তারাও হতাশ। কেরলের বিরুদ্ধে দেশি-বিদেশি ফুটবলারদের জঘন্য পারফরম্যান্সের পর দলে বড় বদলের সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ অস্কার ব্রুজো। কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট সূত্রে চুঁইয়ে আসা খবর, কিছুদিন আগে অস্কারের সঙ্গে আরও একবছরের চুক্তি বাড়লেও স্প্যানিশ কোচের থাকা নিয়েও সংশয় রয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অস্কারের বিদায় ঘটলেও অবাক হওয়ার কিছু নেই।

আরও পড়ুন-স্ত্রীকে কুপিয়ে খুনে মৃত্যুদণ্ড

রবিবার কেরলের বিরুদ্ধে শোচনীয় হারের পর ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের ৩৭ বছরের হেক্টর ইয়ুস্তে জানিয়েছেন, ইস্টবেঙ্গলের হয়ে এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। শুধু ইস্টবেঙ্গলই নয়, ফুটবল থেকেই তিনি অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে এই মরশুম পর্যন্তই চুক্তি ছিল লাল-হলুদের। রাফায়েল মেসি বাউলি এবং রিচার্ড সেলিসের সঙ্গেও চলতি মরশুম পর্যন্ত চুক্তি। দু’জনকেই হয়তো রাখা হবে না। কেরল ম্যাচে দু’জনের খেলায় হতাশ কোচ এবং ম্যানেজমেন্ট। বাকি দুই বিদেশি সাউল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে। মাধি তালালও রয়েছেন। চোটমুক্ত হয়ে আগামী মরশুমে তালাল ইস্টবেঙ্গলেই থাকছেন, এখনও পর্যন্ত এটাই ঠিক আছে। সাউল, দিমির চুক্তি বাতিল করতে হলে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। চোটে ছিটকে যাওয়া হিজাজি মাহেরের সঙ্গেও আরও এক বছরের চুক্তি রয়েছে। তাঁকেও হয়তো রাখা হবে না।
ভারতীয়দের মধ্যেও কয়েকজনের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইমামি কর্তা আদিত্য আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘পরিবর্তন করতেই হবে দলে। কিন্তু দলগঠন নিয়ে আমাদের স্ট্র্যাটেজি প্রকাশ্যে আনতে চাই না।’’ কেরল ম্যাচে জঘন্য হারের পর কোচ অস্কার বিরক্তির সঙ্গে বলেন, ‘‘আমরা খারাপ থেকে আরও খারাপ হচ্ছি। আমার দিক থেকে কোনও সমাধানের রাস্তা দেখতে পাচ্ছি না। হয় বড়সড় পরিবর্তন করতে হবে। নয়তো এভাবেই চলতে হবে। সব প্রতিযোগিতায় যদি সেরা জায়গায় শেষ করতে হয় তাহলে দলে আমূল পরিবর্তন প্রয়োজন। এছাড়া কোনও উপায় নেই।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

27 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

31 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

40 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

45 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

54 minutes ago