বড় দুর্ঘটনা আমেরিকায়। নিউইয়র্কের হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter crash)। প্রাণ গিয়েছে টেক কর্তা-সহ গোটা পরিবারের। কপ্টারে ছিলেন চালক-সহ ৬ জন। ৩ শিশু-সহ সকলেরই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- ওয়াকফ আইন : কাশ্মীরে ধর্মীয় নেতাদের বৈঠক বন্ধ করল পুলিশ
জানা গিয়েছে, ম্যানহ্যাটন থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হাডসন নদীতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি (Helicopter crash)। মৃতদের মধ্যে রয়েছেন গ্লোবাল টেক কোম্পানি সিমেনস-এর স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার। স্পেন থেকে নিউ ইয়র্কে ঘুরতে এসেছিলেন তাঁরা। আকাশ পথে নিউ ইয়র্ক সিটি ঘুরতে চেপেছিলেন কপ্টারে। বিকেল সোয়া ৩টে নাগাদ ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের পিয়ার ৪০-এর কাছে কপ্টারটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামা হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন,’হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। ৬ জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফুটেজটি ভয়াবহ।”