একনাগাড়ে বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হয়ে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway)। গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। তার ফলে কালিম্পং এবং সিকিম (Sikkim) যাওয়ার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে একের পর এক নেমে আসছে বড় বড় পাথর এবং বোল্ডার। ভেঙে পড়েছে একাধিক রাস্তা। এমতাবস্থায় যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। শুধু তাই নয়, সিকিম সরকার এরপর হেলিকপ্টার পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল।
আরও পড়ুন-গার্ডেনরিচ ফ্লাইওভারে উঠে মরণঝাঁপ যুবকের
২০২৪ সালের মার্চ মাসে হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপের ফলে হেলিকপ্টার উড়তে পারছে না। সেই সঙ্গে বিপদের আশঙ্কা আছে। তাই বাগডোগরা থেকে গ্যাংটক ডবল ইঞ্জিনের ওই হেলিকপ্টার পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়কপথে শিলিগুড়ি–গ্যাংটকের দূরত্ব ১২০ কিমি। ১০ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। পর্যটকদের সুবিধার্থে গ্যাংটকের কাছে বুরতুক হেলিপ্যাডের পরিকাঠামো উন্নত করে এমআই–১৭২ হেলিকপ্টার পরিষেবা চালু করে সিকিম সরকার। কিন্তু সমস্যা হল এই এক নাগাড়ে বৃষ্টির জেরে মেল্লি এবং কির্নে অঞ্চলের মাঝের রাস্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিম্পং জেলা প্রশাসন ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। লিকুভিড়ের কাছের এলাকায় পাহাড় থেকে লাগাতার পাথর গড়িয়ে পড়ার ফলে বিপদের আশঙ্কা বেড়ে গিয়েছে। তাই ওখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে খবর, ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…