বাংলায় প্রথম ৩ জেলায় হেলিপোর্ট গড়ছে রাজ্য

Must read

শিলিগুড়ি থেকে মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে দুই শৈলশহরে! হ্যাঁ এটাই সত্যি, হেলিপোর্ট গড়ছে পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জে হেলিপোর্ট (Heliport) বানাচ্ছে রাজ্য। এই প্রথম বাংলায় হেলিবন্দর তৈরি হতে চলেছে।

আরও পড়ুন: বিতর্ক অব্যাহত, এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিট-ইউজি কাউন্সিলিং

বিমানে যাতায়াতের পাশাপাশি দার্জিলিং কিংবা কালিম্পং পৌঁছতে এবার হেলিকপ্টারে চড়ার সুযোগ মিলবে। বিদেশে কম দূরত্বের গন্তব্যে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা দিতে হেলিপোর্ট (Heliport) রয়েছে। দেশেও বেশ কয়েকটি হেলিবন্দর থাকলেও বাংলায় প্রথম এই উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের ধাঁচে একটি হেলিপ্যাডের সঙ্গে একটি ছোট টার্মিনাল বিল্ডিং বা ওয়েটিং লাউঞ্জ রাখা হবে। সঙ্গে থাকবে নিরাপত্তা, যাত্রীদের মালপত্র এক্স-রে করার ব্যবস্থা। জরুরি অবস্থার কথা মাথায় রেখে দমকল বাহিনীও থাকবে। দার্জিলিং ও রায়গঞ্জে হেলিপোর্টের জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছে পবন হংসের কাছে। কালিম্পংয়ে জমি খোঁজার কাজ চলছে। দ্রুত ওই তিন হেলিপোর্ট নিয়ে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। এমনিতেই প্রচুর বিদেশি পর্যটক নিয়মিত ভাবে দার্জিলিং-কালিম্পংয়ে যান। ফলে তাঁদের জন্য এই পরিষেবা বেশ কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে। বাগডোগরা পৌঁছে হেলিকপ্টারে করে মাত্র পনেরো মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। যদিও এর জন্য কত টাকা ভাড়া গুনতে হবে তা এখনও জানানো হয়নি।

Latest article