টেট পরীক্ষা প্রার্থীদের জন্য থাকছে হেল্পলাইন

জানা গিয়েছে, সমস্ত জেলার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল

Must read

প্রতিবেদন : প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য এবার হেল্পলাইন নম্বর চালু করতে চলছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সমস্ত জেলার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে বিশেষ কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি শিক্ষাসচিব মণীশ জৈন। জানা গিয়েছে, প্রতিটি জেলায় জেলাশাসক এবং মহকুমা শাসকের দফতরে থাকবে হেল্পলাইন নম্বর। কোনও পরীক্ষার্থীর যে কোনও ধরনের সমস্যা, সাহায্য এবং অভিযোগ থাকলে তাঁরা নির্দিষ্ট ওই নম্বরে ফোন করে জানাতে পারবেন। পর্ষদের পক্ষ থেকে বিশেষ সেই নম্বর জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-বিদেশি পর্যটকেরাই টার্গেট রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারকে মুখ্যসচিব নির্দেশ দেন, সাঁতরাগাছি সেতুতে কাজের জন্য যেন যানজটের মধ্যে পরীক্ষার্থীদের পড়তে না হয়। কড়া নির্দেশ, কোনও অসুবিধা হলে তার দায় বর্তাবে জেলাশাসকের ওপরে। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, প্রাথমিক টেট পরীক্ষার ৭ থেকে ১০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এদিন শীতকালীন অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকার নিয়োগ করতে চায়। তবে তা থমকে আছে একটার পর একটা মামলার জন্য। নিয়োগ করতে চাইলেই কেউ না কেউ ‘স্টে অর্ডার’ নিয়ে আসছে।

Latest article