প্রতিবেদন : গত এক সপ্তাহ ধরে ঝাড়খণ্ডে এক চরম রাজনৈতিক ডামাডোল চলছে। যদিও এই ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে সাফ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর অভিযোগ, বিজেপি টাকা দিয়ে বিধায়ক ভাঙিয়ে ঝাড়খণ্ডে জোট সরকার ভাঙার চেষ্টা চালাচ্ছে। কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের সুরিক্ষিত রাখতে ইতিমধ্যেই তাঁদের কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-ত্রিপুরায় সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস
রাজ্যে এক অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপিকে পাল্টা চাপে ফেলতে সোরেন সরকার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে। সম্ভবত সোমবার বিধানসভায় আস্থাভোটের প্রস্তাব আনতে চলেছে সরকার। বিধানসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী হেমন্ত। গত সপ্তাহেই দিল্লিতে যেমনটা করছেন আপ নেতা কেজরিওয়াল। দিল্লিতেও মহারাষ্ট্র মডেলে অপারেশন লোটাস করতে চেয়েছিল বিজেপি। কিন্তু কেজরি গেরুয়া দলের মুখে ঝামা ঘষে তাদের সেই অপচেষ্টা বানচাল করে দিয়েছে।