প্রতিবেদন : রাজ্য হেরিটেজ কমিশনের নতুন চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যােপাধ্যায়। এতদিন ওই পদে ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। তাঁর জায়গাতেই এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নতুন দায়িত্বভার বুঝে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। ২০১১-এ রাজ্যে পট পরিবর্তনের পর থেকেই ওই দায়িত্বে ছিলেন শুভাপ্রসন্ন।
আরও পড়ুন-তাপমাত্রা কমবে
ইতিহাসের সংরক্ষণের জন্যই রয়েছে রাজ্য হেরিটেজ কমিশন। এর আগে আলাপন ‘কাস্ট’-এর চেয়ারম্যান পদে ছিলেন। সেই পদে সম্প্রতি বসানো হয়েছে প্রাক্তন সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসুকে। তিনি আগে হেরিটেজ কমিশনের সদস্য ছিলেন। এবার হেরিটেজ কমিশনের দায়িত্ব দেওয়া হল আলাপনকে। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করা হয়েছে। সেই পদেও রয়েছেন আলাপন। সেই সঙ্গেই তাঁকে রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যানও করা হল। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হেরিটেজ কমিশনের কাজে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।