সোশ্যাল মিডিয়ায় হিরো, ভোটে জিরো

সমাজমাধ্যমে হিন্দি সিরিয়ালের অভিনেতাকে কটাক্ষ করে কেউ কেউ লিখেছেন যে, বোধহয় তারকার পরিবারও বাড়ির ছেলেকে ভোট দেয়নি!

Must read

প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা জাহির করা অভিনেতার করুণ হাল ভোটের ময়দানে। মহারাষ্ট্র বিধানসভা যুদ্ধে নেমে নাকাল হতে হল প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খানকে। অভিনেতার ইন্সটাগ্রামে অনুরাগীর সংখ্যাই ৫৬ লক্ষের বেশি। কথায় কথায় নিজেকে ‘এক নম্বর’ বলে দাবি করা এই তারকা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১০৩ ভোট পেলেন! এইটুকু জোগাড় করতেই কার্যত হিমশিম অবস্থা। মজার বিষয় হল, এজাজের পরিবারের সদস্য সংখ্যাই ৭০-এর বেশি।

আরও পড়ুন-বড় মার্জিনে ওয়েনাড় জয়ী প্রিয়াঙ্কা গান্ধী

তাতেও টেনেটুনে ১০৩। এরপর সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে মিমের বন্যা। ভারসোভা আসনে ভোট পড়েছিল ৫১.২ শতাংশ। আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) টিকিটে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এজাজ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৪৬ হাজার ৬১৯ ভোট পেয়ে এগিয়ে শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। নোটাতে ভোট দিয়েছেন ৭৪৭ জন। সেখানে কিনা প্রাক্তন বিগ বস তারকা ভোট পেলেন মাত্র ১০৩টি! সমাজমাধ্যমে হিন্দি সিরিয়ালের অভিনেতাকে কটাক্ষ করে কেউ কেউ লিখেছেন যে, বোধহয় তারকার পরিবারও বাড়ির ছেলেকে ভোট দেয়নি!

Latest article