সংবাদদাতা, দিঘা : দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath temple) উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দফায় দফায় পরিদর্শনে আসছেন কর্তাব্যক্তিরা। দিঘার এই জগন্নাথ মন্দির যে রাজ্য তথা দেশের মানচিত্রে স্থান পেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে সুবিশাল এই মন্দিরকে বাইরে থেকে চাক্ষুষ করতে পর্যটকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। গত অক্ষয় তৃতীয়ার দিন সাধারণের জন্য খুলে যাবে মন্দিরের (Jagannath temple) দ্বার। তার আগে বৃহস্পতিবার মন্দির ও আশেপাশের এলাকা ঘুরে দেখেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। সেখানে মন্দির ও আশেপাশের পরিকাঠামো নির্মাণের কাজ কোন পর্যায়ে রয়েছে সে-ব্যাপারে খোঁজখবর নেন ওঁরা। ৭ তারিখের মধ্যে একাধিক কাজ শেষের নির্দেশ দিয়েছে প্রশাসন। বর্তমানে চৈতন্যদ্বার তৈরির কাজ শেষের পথে। এছাড়াও মাসিরবাড়ি সংলগ্ন এলাকার দুটি সমুদ্রঘাট যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের কাজ চালানো হচ্ছে। আলোকসজ্জার কাজও দ্রুতগতিতে চলছে। চেয়ারম্যান ছাড়াও ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস প্রমুখ। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। অক্ষয় তৃতীয়ার একদিন আগেই শুরু হয়ে যাবে পুজোপাঠ। অক্ষয় তৃতীয়ার দিন মন্দির দর্শন করতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন- বাগান শ্রমিকদের বোনাস সমস্যা মেটাতে ৯ এপ্রিল জরুরি বৈঠক