বঙ্গ

‘সোনাগাছি’ মন্তব্যে পঙ্কজ দত্তকে তুলোধোনা হাইকোর্টের, মিলল না অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ

‘সোনাগাছি’ মন্তব্যের জন্য এবার কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) ভর্ৎসিত হলেন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। তিনি মহিলাদের অসম্মান করার অভিপ্রায় নিয়ে এমন কোন মন্তব্য করেননি বলে যুক্তি দিলেও সেটা একেবারেই ধোপে টেকেনি। এদিন তাঁকে রীতিমত তুলোধোনা করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুধু তাই নয়, কড়া ভাষায় ভর্ৎসনা করে প্রাক্তন আইপিএস অফিসারকে অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচও দিল না হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন এই মামলায় সবপক্ষকে হাইকোর্টে হলফনামা পেশ করতে হবে। নিজেদের বক্তব্য জানাতে হবে। আগামী ১৮ নভেম্বর সেই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ।

আরও পড়ুন-আর্থিক তছরুপের মামলায় প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনকে তলব ইডির

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন বলেন, ‘’আমি এবং আপনি যেখানে থাকি, সেই জায়গাগুলিকে কি সম্পূর্ণ নিরাপদ বলা যাবে? সেটা কি বলতে পারবেন? তাহলে হঠাৎ কেন ওই জায়গাকে উদাহরণ হিসেবে বেছে নিলেন? অসম্মান করার জন্য এর থেকে বেশি কী লাগবে? যে জায়গায় অসহায় মহিলারা বসবাস করেন, সেই জায়গাকে উদাহরণ হিসেবে দেওয়ার কথা মনে হল কেন?” তিনি আরও বলেন, ”কীভাবে বলেছেন, কী ভেবে বলেছেন, সেটা বড় ব্যাপার নয়। যেভাবে ওই মন্তব্য করেছেন, সেটা মহিলাদের অসম্মান করতেই বলা হয়েছে।”

আরও পড়ুন-বন্যার জলে জরুরি অবতরণ ত্রাণ বিলির বায়ুসেনার কপ্টারের

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা নিয়ে একটি আলোচনাসভায় পঙ্কজ দত্ত বলেছিলেন, ‘জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত, আমরা বলতাম এটা হতেই পারে। কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতে পারে না।’ তাঁর এমন এক কুরুচি সম্পন্ন মন্তব্যের পরেই বটতলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রাক্তন আইপিএস অফিসার গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানিতে আজ, বৃহস্পতিবার হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েন তিনি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

36 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago