মালদার মৃত কিশোরের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি দিল হাইকোর্ট

Must read

মালদার মানিকচকে বেসরকারি স্কুলের আবাসন থেকে অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধারের মামলায় পরিবারের দাবি মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (calcutta high court) একক বেঞ্চ। মৃত কিশোরের পরিবারের অভিযোগ ছিল, স্কুল কর্তৃপক্ষের নির্যাতনে মৃত্যু হয়েছে ওই কিশোরের। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্টে (calcutta high court) ফের ময়নাতদন্তের আবেদন জানায় পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কল্যাণী এইমসে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পরিবারের খরচে আজ, বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেহ কল্যাণীতে পৌঁছাতে হবে। তদন্তকারী অফিসার বা পরিবারের কেউ ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন না, তবে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। আগের ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ফারাক থাকলে তা জানাতে হবে তদন্তকারী অফিসারকে। তদন্ত হস্তান্তরের বিষয়ে পরে আবেদন করতে পারবে পরিবার।

আরও পড়ুন-প্রার্থীই দিতে পারল না বিজেপি, কৃষি সমবায়ে ২৯ আসনেই জয় তৃণমূলের

Latest article