শান্তিনিকেতন পৌষমেলা নিয়ে পুনর্বিবেচনা করতে বলল হাইকোর্ট

মেলা আয়োজনে বিশ্বভারতীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কলকাতার গুরমুখ জেঠওয়ানি, বোলপুরে তাঁর হোটেল আছে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : পৌষমেলা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের অনীহা প্রত্যক্ষ করে তা পুনর্বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, পৌষমেলার জন্য মাঠ ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই রয়েছে। তাঁরাই ঠিক করবেন, ওই মাঠে মেলা হবে কি না।

আরও পড়ুন-পাহাড়-সমতল জুড়বে হেলিকপ্টারে

উল্লেখ্য, বোলপুর পুরসভার তরফে বিশ্বভারতী কর্তৃপক্ষকে মেলা করার জন্য চিঠি দেওয়া হয়েছিল আগেই। তার প্রেক্ষিতে ১৬ নভেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডেকেও অনুপস্থিত ছিলেন উপাচার্য। মেলা আয়োজনে বিশ্বভারতীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কলকাতার গুরমুখ জেঠওয়ানি, বোলপুরে তাঁর হোটেল আছে। এদিন বিশ্বভারতীর তরফে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক দূষণবিধি মেনে মেলা করতে অপারগতার কথা বলা হয়। পাশাপাশি, মেলা নিয়ে উপাচার্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বলেও যুক্তি দেখানো হয়। সরকারি আইনজীবী অনির্বাণ রায় জানান, সরকারি উদ্যোগে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলা হবে।
শেষবার বিশ্বভারতীর আয়োজনে শান্তিনিকেতনে পৌষমেলা হয়েছিল ২০১৯ সালে। তারপর দু’বছর করোনার জন্য পৌষমেলা হয়নি। গতবছর পুরসভার উদ্যোগে হয়।

Latest article