বঙ্গ

প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে হাইকোর্ট অভিযান চাকরিপ্রার্থীদের

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় (SLST) শূন্য পদ তৈরি হয়। দেওয়া হয় নিয়োগপত্র। কিন্তু কুচক্রীদের কারণে হাইকোর্টে মামলা ঠুকে সেই নিয়োগ স্থগিত করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার হাইকোর্ট অভিযানের ডাক দেন শারীরশিক্ষা-কর্মশিক্ষার (SLST) চাকরিপ্রার্থীরা। কিন্তু আকাশবাণীর সামনে তাঁদের পথ আটকায় পুলিশ। প্রথম থেকেই এই চাকরি-প্রার্থীরা তাঁদের সমস্যা জানিয়ে আসছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। এদিনও আটকে পড়ে তাঁরা কুণালের শরণাপন্ন হন। তৃণমূল নেতা গিয়ে পুলিশকে বিষয়টি বুঝিয়ে বললে ৬ জনের প্রতিনিধি দলটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন। এসএলএসটির যোগ্য চাকরি-প্রার্থীরা জানান, তাঁদের ধরনা-আন্দোলনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সব যোগ্য প্রার্থীর জন্য শূন্যপদ করেন এবং তাঁরা স্কুলভিত্তিক সুপারিশপত্রও পেয়ে যান। কিন্তু সেই নিয়োগে বাধা দিতে আসরে নামে কুচক্রীরা। এক অকৃতকার্য প্রার্থীর আবেদন সামনে রেখে হাইকোর্টে মামলা করেন কয়েকজন আইনজীবী। সব নিয়োগ আটকে যায় হাইকোর্টের বিশেষ বিচারপতির বেঞ্চের নির্দেশে। এর জেরে আইনি জটিলতায় বারবার আটকাচ্ছেন যোগ্য চাকরি-প্রার্থীরা। নিয়োগের মুখে গিয়েও দু’বছর ধরে হয়রান হচ্ছেন, ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। বিপর্যস্ত হচ্ছে পরিবারগুলি। যেহেতু হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, সেই কারণে এসএলএসটি-র চাকরি-প্রার্থীরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে হাইকোর্ট অভিযানের ডাক দেন। বিক্ষোভকারীদের কুণাল আশ্বাস দেন, রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত। এই টালবাহানা যথাযথ নয়। আপনারা আজ আদালতে গিয়ে আপনাদের দাবি জানান। আমি কথা বলছি বাকিটা। পরে এ-বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন অথচ, একশ্রেণির কুচক্রী বারবার মামলা করে আটকে দিচ্ছে। এটা চলতে পারে না। আদালতই বা কেন এ-ধরনের মামলাকে আমল দিচ্ছেন তা পরিষ্কার নয়।
এদিন পুলিশ ছ’জন চাকরি-প্রার্থীকে গাড়ি করে হাইকোর্টে নিয়ে যায়। তাঁরা গিয়ে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুন- অভিযুক্ত বিজেপিকর্মীর শাস্তির দাবিতে তৃণমূল

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago