বঙ্গ

হাই কোর্টে খারিজ গদ্দারের রক্ষাকবচ, সরকার-দলের বক্তব্যকেই মান্যতা: মত তৃণমূলের

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে জোর ধাক্কা বিরোধী দলনেতার। ২০২২ থেকে পাওয়া রক্ষাকবচের জেরে একাধিক অভিযোগ থেকে নিজেকে বাঁচিয়েছেন তিনি। শুক্রবার শুভেন্দুর অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করে নিল হাই কোর্ট। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে চারটি মামলায় রাজ্য সরকার এবং CBI-কে পৃথক ভাবে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এই রায়ের পরেই তৃণমূলের (TMC) তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এতদিন এটা তৃণমূল বা রাজ্য সরকার যে কথা বলেছে এদিনের রায়ে তাকেই মানত্য দিল। বিচারপতি বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) দেওয়া রক্ষাকবচকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে কটাক্ষ করেছেন কুণাল।

আরও পড়ুন-বিজেপির এজেন্সি পলিটিক্স ফাঁস করে দিলেন সিবিআই অফিসারই

২০২২-এ বিচারপতি রাজাশেখর মান্থা প্রথম শুভেন্দুকে রক্ষাকবচ দেন। পরে তা বহাল রাখে সুপ্রিম কোর্টও। ফলে গত চার বছর ধরে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের বা তদন্ত প্রায় স্থগিত ছিল। কারণ, হাই কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারেনি রাজ্য। বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও পুলিশ এফআইআর রুজু করতে পারেনি। চাইলেও রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। এদিনের রায়ে সেই সুরক্ষার খারিজ হয়ে গেল। এদিন বিচারপতি সেনগুপ্ত বলেন, কোনও অন্তর্বর্তিকালীন নির্দেশ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। সেই কারণে রক্ষাকবচ প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি, শুভেন্দুর বিরুদ্ধে থাকা ৪টি মামলায় রাজ্য সরকার এবং সিবিআইকে যৌথ ভাবে SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সেনগুপ্ত বেঞ্চ। তবে, তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি মামলা ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি এও বলেন, এই নির্দেশের প্রেক্ষিতে বিরোধী দলনেতা বা তাঁর আইনজীবীদের কিছু বলার থাকলে আগামী সোমবারের মধ্যে আদালতে (Calcutta High Court) লিখিত ভাবে তা জানাতে হবে।

এই রায় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, হাই কোর্টে বিরাট ধাক্কা খেলেন শুভেন্দু। আগের যে রায় বিচারপতি মান্থা দিয়েছিলেন তাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে খোঁচা দিয়ে কুণাল বলেন, বিচারপতি সেনগুপ্ত রায়ে রক্ষাকবচ খারিজ হয়েছে। এই রক্ষাকবচের বলে বলীয়ান হয়ে যথেষ্ট কুৎসা ও প্ররোচনা দিয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা যায়নি। এবার সেই রক্ষাকবচ খারিজ হয়ে গিয়েছে। কুণালের মতে, রাজ্য সরকার ও শাসকদল এই বিষয় নিয়ে এতদিন যে বক্তব্য রেখেছে, এই রায়ে তাকেই মানত্য দিল। শুধু তাই নয়, বেশ কয়েকটি মামলায় সিট গঠন করে তদন্তেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এবার কুৎসা ও প্ররোচনা ছড়ানোর আগে বিরোধী দলনেতাকে ভাবতে হবে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

4 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago