ওবিসি মামলায় হাইকোর্ট : আবেদন করতে হবে রাজ্যের বিজ্ঞপ্তি মেনেই

Must read

প্রতিবেদন : কোনও বাড়তি ছাড় পাবেন না ওবিসি(এ) ক্যাটাগরিভুক্ত চাকরিপ্রার্থীরা। সুপ্রিম নির্দেশে রাজ্যের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি মেনে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে সকলকেই। বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, ৩০ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই অনুযায়ী যদি ওবিসি(এ) তালিকাভুক্তরা আবেদনের যোগ্য হন, তবেই আবেদন করতে পারবেন। কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু ওবিসি সংক্রান্ত রাজ্যের তরফে দায়ের করা দুটি স্পেশাল লিভ পিটিশনের মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, তাই এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই এক্ষেত্রে রাজ্যের নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই আবেদন করতে হবে। এবং ওবিসি ক্যাটাগরি হিসেবে কোনও ছাড় পাওয়া যাবে না এবং আবেদনের সময়সীমাও বাড়ানো যাবে না। এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ১৭ জুন উচ্চ আদালতের নির্দেশ ছিল, ২০১০ সালের পূর্ববর্তী ওবিসি তালিকা অনুযায়ী আবেদন গ্রহণ করা যাবে না। যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই পুরনো নীতি মেনেই চলতে বাধ্য স্কুল সার্ভিস কমিশনও।

আরও পড়ুন: মোদিকে অবসরের বার্তা সংঘপ্রধানের!

Latest article