রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যে এই মর্মে নোটিস জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার জন্য উচ্চশিক্ষা দফতরকে নোটিশ জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা দিয়ে রাখবেন। জরুরি কোনও কারণ হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তা জানিয়ে চিঠি দিয়ে তালা খোলার জন্য আবেদন করতে হবে। ১৭ জুলাই পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন- জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে শুরু জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই
কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি আগামী বৃহস্পতিবারের মধ্যে ফলকনামা দিতে হবে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষকেও। বৃহস্পতিবার শুনানি শুরু হতেই নির্যাতিতার পরিবার জানিয়ে দেয় যে কলকাতা পুলিশের উপর তাদের আস্থা আছে। এরপরই তদন্তের অগ্রগতির সম্পর্কে রিপোর্ট তলব করে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।