বাম আমলে নিয়োগে দুর্নীতি, নথি বাজেয়াপ্তের নির্দেশ দিল হাইকোর্ট

মঙ্গলবার সেই মামলার শুনানিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ওই বছরের নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দিতে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Must read

প্রতিবেদন : ২০০৯ সালে বাম আমলেও প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ছিল! সেই বছরের পূর্ব মেদিনীপুরের সমস্ত নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত ও সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০০৯ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১০ সালে পরীক্ষা হয়। তারপরের একবছরের মধ্যে সমস্ত নিয়োগ হওয়ার কথা থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং মালদা, এই চারটি জেলায় নিয়োগ হয়নি।

আরও পড়ুন-দিনের কবিতা

কিন্তু প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী মৃণালকান্তি মাইতি। তাঁর অভিযোগ, ইন্টারভিউ বোর্ডের আধিকারিকরা আত্মীয়দের পক্ষপাতিত্ব করে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ওই বছরের নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দিতে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরর্বতী শুনানি ১৯ ডিসেম্বর।

Latest article